রাজ্যে কবে থেকে খুলবে স্কুল-কলেজ, এই বিষয় নিয়ে রাজ্যে বেশ চর্চা চলছে। চলতি বছরে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ভিত্তিক 'টপিকে'র তালিকা সংসদ প্রকাশ করার পর স্কুল খুলে ক্লাস করানোর দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, ট্রেন-বাস-মেট্রো-সহ গণপরিবহণ স্বাভাবিক। মিটিং-মিছিল, সমাবেশ, চিড়িয়াখানা, শপিং মলে ভিড় এবং নানা সামাজিক অনুষ্ঠান চলছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মঙ্গলবারের দেওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে স্কুলে। নম্বরের সঙ্গে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্রও সংসদে জমা দিতে হবে। সংসদ আগে জানিয়েছিল, স্কুলগুলি শুধু পরীক্ষা নিয়ে নম্বর পাঠাবে। এবারের নির্দেশিকায় বলা হয়েছে, বিজ্ঞান-সহ অন্য বিভাগের প্র্যাকটিক্যাল আছে এমন বিষয়ের টপিকের তালিকা সংসদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংসদ সভাপতি মহুয়া দাসের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলগুলি নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় ১০ থেকে ৩১ মার্চের মধ্যে নেবে। পরীক্ষা নেওয়ার পর ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষার নম্বর ও খাতা সংসদে জমা দেবে। উচ্চমাধ্যমিক ও একাদশের লিখিত পরীক্ষা হবে ১৫ জুন থেকে ৩ জুলাই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন