গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। প্রজাতন্ত্র দিবসের দিনও একাধিক কর্মসূচিতে যোগ দিলেন তিনি। এদিন নন্দীগ্রামে অন্নসংগ্রহ ও কৃষি আইনের সমর্থনে পদযাত্রা এবং বিকেলে ভগবানপুরের দ্বারিমারাতে সভা করেন শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, সমীক লাহিড়ী, সব্যসাচী দত্তর মতো বিজেপি নেতারা।
আসন ২৯৪, কিন্তু সব নজর যেন একটাই কেন্দ্রে-নন্দীগ্রাম। আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রের দিকেই নজর থাকবে গোটা দেশের। কারণ ওই কেন্দ্রে যে প্রার্থী হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জনসভায় যোগ দিয়ে শুভেন্দু বিস্ফোরক অভিযোগ তোলেন এলাকার বিধায়ক অর্ধেন্দু মাইতির বিরুদ্ধে। তিনি দাবি করেন, "নোটবন্দির সময় ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি মুগবেরিয়া সেন্ট্রাল কোব্যাঙ্কের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা পরিবর্তন করেছেন।" তাঁর হুমকি, "আমার কাছে সব তথ্য আছে। তৃণমূল কোম্পানি ওনাকে এই বিধানসভায় টিকিট দিলেই আমি সেই নথি বের করব।"
এর পাশাপাশি মমতার হাত থেকে ছিনিয়ে কেন মোদীর হাতে দেশকে তুলে দিতে হবে, নন্দীগ্রামকে সেই যুক্তি ফের শুনিয়েছেন তিনি। তিনি বলেন, 'দিল্লিতে যা কলকাতাতেও তা, কেন্দ্র-রাজ্য একই সরকার হবে। ভোট এলেই নন্দীগ্রামকে মনে পড়ে মুখ্যমন্ত্রীর। আপনি নন্দীগ্রামেই দাঁড়ান, আপনাকে কীভাবে হারাতে হয় আমি জানি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন