আদালতের নির্দেশ মতন ফের উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করেছে SSC । আদালতের নির্দেশ মাফিক ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে নথি যাচাইয়ের আবেদন গ্রহণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে ২০ জানুয়ারি আবেদন গ্রহণের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৫ মে পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে। তারপর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে ১০ মে-র মধ্যে। তার আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গোটা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ মাফিক দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন