রাজ্যে নিয়োগ নিয়ে বার বার অনিয়মের অভিযোগ উঠেছে। একের পর এক এক অনিয়মের অভিযোগে এখনও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। সেই আইনি জট সরিয়ে নিয়োগের কাজ শেষ করা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আবারও অস্বচ্ছতার অভিযোগ উঠল। ফের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের।
কনজারভেন্সি মজদুর হিসেবে ১০০০ শূন্যপদে নিয়োগের জন্য গত বছর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এর পরে এপ্রিল মাস থেকে নিয়োগ প্রক্রিয়া কাজে হাত লাগায় কমিশন। মামলাকারীদের পক্ষে প্রণব মণ্ডল সহ একাধিক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে আবেদন করে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ আনেন।
এক্সেমপটেড ক্যাটাগরি' নিয়ম না মানা, রাজ্য শ্রম দফতরের নির্দেশিকা বিরোধী নিয়োগ নিয়ে এ দিন অসন্তোষ প্রকাশ করে আদালত। মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তির ছত্রেছত্রে অনিয়ম করা হয়েছে। মামলাকারীদের আইনজীবী জানান,"এক্সেম্পটেড ক্যাটেগরিতে কারা সুবিধে পাবেন, তা নিয়ে রাজ্যের শ্রম দফতরের একটা নিয়ম আছে। তা মানা হয়নি। আদালত আমাদের যুক্তি মেনে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় লাগাম টেনে দিয়েছে।" আগামী ১১ ফেব্রুয়ারি এই মামলার শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন