কিছুটা পরিস্থিতির উন্নতি। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিডগ্রাফ। কমেছে মৃত্যুও। ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়েছে কয়েকদিন আগে। আর এই প্রক্রিয়া চলাকালীন বেশকিছুটা নিয়ন্ত্রণে রাজ্যের করোনা পরিস্থিতি। তবে দৈনিক সংক্রমণের ওঠাপড়া চলছেই। শুক্রবারের সরকারি বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৪১৬ জন। এদিন সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়।
এমন আবহে নিয়োগ নিয়ে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রায় আট হাজার চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও বিভিন্ন ক্যাডারের স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এর মধ্যে বিভিন্ন ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট (এমটি), ডেন্টাল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, টিউটর বা শিক্ষক চিকিৎসক রয়েছেন। এমটি, ডেন্টাল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, টিউটর—এইসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি সদ্য সদ্য প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে ১৭৬৮ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ১৬৪৭ জন ও ডেন্টাল টেকনিশিয়ান পদে ১৯ জনকে নিয়োগ করা হবে। এছাড়া টিউটর পদে চারজন, ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট পদে যথাক্রমে ৮ ও ৯০ জনকে নিয়োগ করা হবে।
টিউটর ও বিভিন্ন ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট পদে আবেদনের জন্য ওয়েবসাইট লিঙ্ক খুলছে ২৮ জানুয়ারি। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট ও ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদনের লিঙ্ক খুলছে যথাক্রমে ১০, ২২ ফেব্রুয়ারি ও ৬ মার্চ। আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন যথাক্রমে ১৯ ফেব্রুয়ারি এবং ৩ ও ১৫ মার্চ। বোর্ড সূত্রের খবর, এরপরই ধাপে ধাপে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় প্রভৃতি পদে নিয়োগের কাজও হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন