"পরেশ অধিকারীর মেয়ের ওয়েটিং লিস্টে নাম ছিল না। তৃণমূলে যোগ দেওয়ার জন্য এসএসসি-তে চাকরি দিয়েছে। " চন্দননগরের সভায় রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি বলেন, "এই সরকারকে যদি তাড়াতে না পারেন চাকরি হবে না ।"
অপরদিকে, কর্মচারী হতে চাইলে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন। সহকর্মী হতে চাইলে বিজেপিতে আসুন।
Loading...
তৃণমূল কেন ছাড়লেন তার ব্যাখ্যা দিয়ে এ দিন শুভেন্দু অধিকারী বলেন,'কর্মচারী হয়ে থাকার লোক নই আমি। বিজেপিতে সহকর্মী হয়ে থাকব। নীতিগত সমঝোতা করিনি। ২৭ নভেম্বর ইস্তফা দিয়েছি। বলতে পারেন, এতগুলো দফতর দিয়েছে। ওইগুলি সব ল্যাম্পপোস্ট। কোনও রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা জনসভা থেকে হয়? এটা নামেই সর্বভারতীয় দল। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কিছু নেই।'
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন