নেতাজির জন্মদিনে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি নিয়ে কেন্দ্রকে একের পর এক তোপ মমতার। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কেন তুলে দেওয়া হল?
মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও একটি করে রাজধানী ঘোষণা করা হোক। উদাহরণ হিসেবে দক্ষিণের কেরল অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোনও একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করার কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নাথ, নেতাজিকে ছাড়া বাংলা হয় না। বাংলার কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ। মুখ্যমন্ত্রী আরও বলেন,'কেন্দ্রীয় সরকার আজ অবধিও ছুটির দিন ঘোষণা করেনি। এই নিয়ে দুঃখ আছে আমাদের। নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন