ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তী। আর এবার তাই নেতাজিকে নিয়েই সরগরম বঙ্গ রাজনীতি।
করোনা মহামারির কারণে ৯ মাসের বেশি সময় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে স্কুলে নতুন পড়ুয়া ভর্তি, মিড ডে মিল, বই ও পোশাক বিলি-সহ বিভিন্ন প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়মিত স্কুল উপস্থিত থাকতে হচ্ছে।
২৩ জানুয়ারি সকালে অন্তত অর্ধেক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর উপস্থিতির উপরে জোর দেওয়া হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জারি হওয়া গাইডলাইন তেমন কথাই বলা হয়েছে। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের ভাষণ প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করতে হবে স্কুল। সম্ভব হলে সেই সমস্ত অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন