করোনার কারণে প্রায় ১০ মাস বন্ধ রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কবে থেকে ফের স্কুলে শুরু হবে পঠনপাঠন? এটাই ছাত্র-ছাত্রীদের কাছে সবথেকে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। টানা দশ মাস পর আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
স্কুলশিক্ষা দফতরের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলে ফেব্রুয়ারিতে ফের স্বাভাবিক পঠন-পাঠন শুরু হয়ে যাবে।
রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,"করোনা স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতে কিছু ক্লাস খোলার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। পরের মাসে বিশেষ করে স্কুলের উঁচু শ্রেণি এবং কলেজের পঠনপাঠন চালু করা যায় কি না, সেই বিষয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে। স্কুল ও কলেজে স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললে আপাতত উঁচু ক্লাসই খুলবে। উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার আগে প্র্যাক্টিক্যাল ক্লাস করা যায় কি না এবং ফেব্রুয়ারিতে কলেজ খোলা যায় কি না, সেই বিষয়ে উচ্চ স্তরে পর্যালোচনা চলছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে নবম শ্রেণি থেকে পঠনপাঠন চালু করা যায় কি না, খতিয়ে দেখছে সরকার। তবে পড়ুয়াদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই।"
অপরদিকে, ফেব্রুয়ারি মাস থেকে স্কুল খোলার জন্য শিক্ষা দফতর থেকে নবান্নে প্রস্তাব পাঠান হয়েছে। নবান্ন সবুজ সংকেত দিলে ফেব্রুয়ারি মাস থেকে স্কুলে পঠনপাঠন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখনই প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে পঠনপাঠন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে পঠনপাঠন এখনই শুরু হচ্ছে না বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন