পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। সপ্তম শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কিংয়ের পাঠ দিতে আগেই উদ্যোগী হয়েছিল রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর। একি সাথে প্রাথমিকের পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে চাইছে রাজ্য সরকার। এমন খবর পাওয়া গিয়েছে দফতর সূত্রে।
কয়েক মাস আগেই জানা গিয়েছিল, সপ্তম শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্কের পাঠ দিতে স্বাস্থ্য ও শরীরশিক্ষা পাঠ্যপুস্তকের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে একটি অধ্যায়। সেখানে কী করে খুলতে হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কীভাবে টাকা লেনদেন করতে হয়, সেই সম্পর্কে বলা হয়েছে। ওই সময়ই সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছিলেন, ব্যাঙ্কিংয়ের পাঠের পাশাপাশি কী করে পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করা যায় সে বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।
এবার সেই প্রসঙ্গেই সম্প্রতি অভীক মজুমদার বলেন, "ইতিমধ্যে প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আমরা চার ঘণ্টার একটি ভিডিয়ো তৈরি করেছি। যা পশ্চিমবঙ্গজুড়ে সকল শিক্ষক-শিক্ষিকার মধ্যে বিতরণ করা হচ্ছে। তাতে আমরা একটা আধ ঘণ্টার স্লট রেখেছি সাইবার ক্রাইম এবং পড়ুয়াদের উপর তার প্রভাব নিয়ে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন