বড় ঘোষণা করল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে ৯ লাখ পড়ুয়া ট্যাব কেনার সুযোগ পাবেন।
অতিমারী আবহে বাড়ি বসে অনলাইনে পড়াশোনার জন্য সেই ঘোষণা আগেই হয়েছিল। বৃহস্পতিবার নবান্নে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী জানালেন, আজ থেকেই শুরু হচ্ছে টাকা পাঠানোর কাজ।
আজ মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকেই উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। বাজারে একলপ্তে ন-লাখ ট্যাব বা স্মার্টফোন পাওয়া যাচ্ছে না। সেজন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। তাহলে পড়ুয়ারা নিজেদের পছন্দমতো ডিভাইস কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে। ভবিষ্যতের জন্য পড়ুয়াদের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। নবম শ্রেণির পড়ুয়াদের জন্য আরও ২০ লক্ষ সাইকেল দেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি প্রসঙ্গে জানান, দশ হাজারে একটা ভুল হতেই পারে। স্বাস্থ্যসাথীর ভুল ত্রুটি নিয়ে তদারকিতে মুখ্যসচিবের নেতৃত্বে নয়া কমিটি গঠন করা হবে। সমস্ত হাসপাতাল ও নার্সিংহোম এই প্রকল্পে যুক্ত থাকবে। সরকার যে রেট ঠিক করেছিলো সেটা পুনর্বিবেচনা করা হচ্ছে। এই কারণে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হল। সমস্যাগুলো শুধরে নেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন