করোনা আবহেই ৩১ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা 'টেট' নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কিছু আবেদনকারী জানতে পারেননি, তাঁদের আবেদনপত্র বিবেচনাধীন কি না। পরীক্ষায় বসার সুযোগ থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এমনটাই অভিযোগ ওই প্রার্থীদের।
যাঁরা প্রযুক্তিগত সমস্যা বা অন্যান্য কারণে নির্ধারিত সময়সীমা ৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেননি, তাঁরা ৯ এবং ১০ জানুয়ারি পর্ষদের দফতরে গিয়ে অফলাইনে ওই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। এমনটাই জানিয়েছিল পর্ষদ। সেই অনুযায়ী বেশ কিছু প্রার্থী পর্ষদের অফিসে আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু সেগুলি গৃহীত হয়েছে কি না, সেই বিষয়ে তাঁরা এখনও অন্ধকারে।
এই অভিযোগ জানাতে কিছু আবেদনকারী পর্ষদের অফিসে একাধিকবার যোগাযোগ করেছেন। তাতে কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ। কিছু আবেদনকারী জানান, যোগ্য প্রার্থীদের যদি পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করা হয়, তা হলে তাঁরা বিক্ষোভ দেখানোর পথে হাঁটতে পারেন।
পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, "এবার কোনও যোগ্য প্রার্থী বঞ্চিত হবে না। অনলাইন ও অফলাইনে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সকলের আবেদনপত্র যোগ্য কি না— সেটা বিবেচনা করে ওয়েবসাইটে আপডেট করা হয়েছে।" পর্ষদের এক কর্তা জানান, পরীক্ষার প্রস্তুতি এখন তুঙ্গে। কোভিড পরিস্থিতির মধ্যে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।
Exm ta conduct korano drkr
উত্তরমুছুনAbr case korle srkr er e lav, ei bahana e cholbe sara bochhor only case no requirement.
Govt er ans thakbe amrq recuirtment announce korechhilm but birodhi ra case koriechhe jar jonno recuirtment process complete korte parini. Ultimate tet candidate er e loss.