করোনার মধ্যেই গোটা দেশে নয়া আতঙ্ক। দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লুর ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে ক্রেতা ও ব্যবসায়ীদের অহেতুক 'আতঙ্কিত না হওয়ার' আবেদন করেছে দেশের খাদ্যের সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা FSSAI। ইতিমধ্যে জানিয়ে দিয়েছে , নির্দিষ্ট গাইডলাইন মেনে পোলট্রির সামগ্রী খেলে কোনও ভয় নেই।
Loading...
বার্ড ফ্লু নিয়ে কেন্দ্রের তরফেও এর আগে একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছে, পোলট্রি ফার্মের জৈব-নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সংক্রামিত এলাকাকে জীবাণুনাশক নিয়ে সাফ করতে হবে। মৃত পাখির দেহ ঠিক ভাবে পুঁততে হবে। একিসাথে খামারের কর্মীদের যথাযথ সুরক্ষা নিতে বলা হয়েছে, প্রয়োজন অ্যান্টিভাইরাল ড্রাগ খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন