নির্বাচনের মুখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীদের দৈনিক ভাতা বৃদ্ধি করল সরকার। দৈনিক ১৭ টাকা করে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য সরকার ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে। সরকারের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।
রাজ্যের সেচদফতর, পূর্তদফতর, জল সম্পদ ও কারিগরি দফতর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন দফতরে এই কর্মচারীরা কাজ করছেন। মূলত জেলাগুলিই তাঁদের কর্মস্থল। তাঁরা গ্রুপ-সি, এলডিসি, টাইপিস্ট, গাড়িচালক এবং গ্রুপ-ডি বিভাগে কর্মরত। তাঁদের ডেইলি রেটেড ওয়ার্কার্স বলা হয়। গত ৩১ ডিসেম্বর দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশিকা বের করে রাজ্য সরকার। ১ জানুয়ারি থেকেই দৈনিক ১৭ টাকা বৃদ্ধি কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। গ্রুপ-সি, এলডিসি এবং টাইপিস্ট ক্যাটিগরির কর্মচারীরা বর্তমানে ৩৯৮ টাকা দৈনিক মজুরি পান। এবার তার সঙ্গে যোগ হল ১৭ টাকা। অর্থাৎ, নতুন বছর থেকে দিনপ্রতি তাঁরা মজুরি পাবেন ৪১৫ টাকা। গাড়িচালক ক্যাটিগরির কর্মচারীরা বর্তমানে ৩৯৭ টাকা দৈনিক মজুরি পান। একইভাবে তার সঙ্গে দৈনিক ১৭ টাকা যুক্ত হয়ে তাঁদের দৈনিক প্রাপ্য হবে ৪১৪ টাকা। বর্তমানে 'গ্রুপ-ডি' ক্যাটিগরির কর্মচারীদের দৈনিক মজুরি ৩৮৭ টাকা। তাঁদের মজুরি বেড়ে হবে ৪০৪ টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন