রাজ্যে ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। কয়েক বছর আগে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক ছড়ায় গোটা রাজ্যে। আর সেই ঘটনার কয়েক বছরের মধ্যে ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। অনেকের দাবি এই বিশ্ববিদ্যালয় প্রশ্নের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। অনলাইনে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার সময় ছিল দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত। প্রায় ৬০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ করেছিলেন। কোভিডের কারণে এবার বাড়িতে বসেই প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন আবেদনকারী পড়ুয়ারা।
অভিযোগ, পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, যাঁরা পরীক্ষায় বসার আবেদন করেননি তাঁরাও প্রশ্নপত্র পেয়েছেন বলে অভিযোগ। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র চালাচালিও শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সরব হন পরীক্ষার্থীদের বড় অংশ। পরীক্ষা শেষের আগে প্রশ্নের গোপনীয়তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ বলে অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন