সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সবকিছু বিচারকরে আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচন খুবি গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে ১০০০ কোম্পানি বা তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এপ্রিল–মে মাসে নির্বাচনের সময় রাজ্য পুলিশের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি রাজ্যে এসে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও অন্যরা। বৈঠকে বারবার উঠে এসেছে বাংলার রাজনৈতিক হিংসা, খুনোখুনির ঘটনার প্রসঙ্গ। তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন