করোনার কারণে প্রায় ৯ মাসের কাছাকাছি সময় বন্ধ আছে রাজ্য সহ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কবে থেকে ফের খুলবে স্কুল-কলেজ তা নিয়ে বেশ চিন্তিত ছাত্র-ছাত্রীরা। যদিও রাজ্যের স্কুল-কলেজ খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা দফতর। সম্প্রতি তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে এ দিন তিনি বলেন, "রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে।
পরীক্ষাও নেওয়া হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।" শিক্ষামন্ত্রীর কথায়, "স্কুল কলেজ শুধু খুললেই হবে না। পড়ুয়ারা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।"
স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে সংক্রমণই যে এখন শিক্ষা দফতরের বড় মাথাব্যথা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, "শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।"
পশ্চিমবঙ্গ সরকার যখন রাজ্যের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তখন দেশের ১০ টি রাজ্য ছাত্র-ছাত্রীদের কথা ভেবে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সেখানে বলা হয়েছে করোনাবিধি মেনেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
তামিলনাড়ু: এ রাজ্যে ১৯ জানুয়ারি থেকে দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য খোলা হয়েছে স্কুল, জানিয়েছে সরকার। একই দিন থেকে হস্টেল এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিও খোলা হয়েছে।
কর্নাটক: ১৪ জানুয়ারি থেকে সমস্ত কলেজ খুলেছে কর্নাটকে। স্কুল খুলে গেছে বছরের নতুন বছরের প্রথম দিন থেকেই।
মহারাষ্ট্র: ২০২০-র ২৩ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য পঠনপাঠন শুরুর ঘোষণা করেছিল মহারাষ্ট্রের শিক্ষা দফতর। তবে নতুন স্ট্রেনের প্রকোপে আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত সব বন্ধ। ২০ জানুয়ারি ফের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গুজরাট: দশম এবং দ্বাদশ শ্রেণির জন্য স্কুল, অন্তিম বর্ষের পড়ুয়াদের জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়ে গেছে ১১ জানুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তেলঙ্গনা: এ মাসে না হলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই স্কুল-কলেজ খুলে যাবে তেলঙ্গনায়। তবে ও রাজ্যের সরকার জানিয়েছে, শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্যই খোলা হবে স্কুল।
রাজস্থান: মেডিক্যাল, ডেন্টাল, নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলি খুলে গেছে ১১ তারিখেই। রাজস্থানের বাকি স্কুল ও কলেজগুলি খুলেছে ১৮ জানুয়ারি।
পঞ্জাব: এ রাজ্যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে গেছে ৭ জানুয়ারি থেকে। তবে নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল চালু রাখার সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ৩টে করা হয়েছে।
এই রাজ্যগুলো ছাড়াও অসম, অরুণাচল এবং বিহারে শুরু হয়েছে পঠনপাঠন, অবশ্যই তা কোভিড সুরক্ষাবিধি পালন করে। পশ্চিমবঙ্গ সরকার এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন