উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করতে পারেনি কমিশন। মূলত অনিয়মের অভিযোগের কারণে এখনও নিয়োগের কাজ শেষ করা সম্ভব হয়নি। দাবি চাকরিপ্রার্থীদের।
উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের টেটের নম্বর পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল। আর সেই বিতর্ক মেধা তালিকা তৈরিতে বড় রকমের প্রভাব ফেলেছে। অ্যাডভোকেট জেনারেল আদালতে সম্প্রতি এমনই অভিমত ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, মেধা তালিকা তৈরির পর একটি মামলার জেরে কমিশন টেট পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল। নন্দিনী সিংহের মামলার সূত্রেই কমিশন এই উদ্যোগ নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ওই মামলাকারীকে টেট যোগ্যতাসম্পন্ন বলে ঘোষণা করেছিল। বেঞ্চ বলেছে, বারুদে তৈরি বাড়িকে নিমেষে ধ্বংস করতে একটি জ্বলন্ত দেশলাই কাঠিই যথেষ্ট। এই প্রেক্ষাপটেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে ওই মন্তব্য করেন। তিনি বেঞ্চকে জানান, হাইকোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন