চাপে রাজ্য সরকার। সাতদিনের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি আদালতের তরফে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই প্রশাসক বসিয়ে দেওয়া হবে।
রাজ্যে পুর নির্বাচন করান নিয়ে একটি মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কবে পুর নির্বাচন করাতে পারবে রাজ্য সরকার। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, প্রশাসকের মাধ্যমে কাজ চলছে রাজ্যের বেশকিছু পুরসভায়। কয়েক বছর পেরিয়ে গেলেও রাজ্যের ওইসব পুরসভায় এখনও নির্বাচন হয়নি।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন