বঙ্গ রাজনীতিতে এই সময় সব থেকে বেশি আলোচিত রাজনৈতিক ব্যক্তি হলেন শুভেন্দু অধিকারী। ''মানুষের সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করিনি, করবও না।' নাম না করে ফের কি নিজের দলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী? রবিবার পূর্ব মেদিনীপুরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের গিয়ে শুভেন্দুর করা বেশ কয়েকটি মন্তব্যে তাঁকে ঘিরে জল্পনা আরও বাড়ল।
গতকাল শুভেন্দু ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত পূর্ব মেদিনীপুরে দলের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করেছে তৃণমূল। আর সেদিন বিকেলেই কারও নাম না করেই ফের অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
২০২১ সালে রাজ্যে পরিবর্তনের ডাক দিচ্ছে গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বিদায় নেবে বলে দাবি করছে তারা। মহিষাদলের অনুষ্ঠান মঞ্চ থেকে জল্পনা আরও বাড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন, 'আশা করব ঈশ্বর আমাদের ২০২১ সালটা খুব ভাল দেবে, মুক্তির সাল দেবে, আনন্দের স্বাদ দেবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন