করোনার দাপট এখনও কমেনি রাজ্যে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই আট মাসের কাছাকাছি সময় বন্ধ আছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এই কারণে চিন্তায় ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়ে সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করে তার নম্বর পাঠাতে বলা হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রজেক্ট ওয়ার্ক সংক্রান্ত নম্বর মূল্যায়ন করে শিক্ষকদের পাঠানো হলেও ল্যাব নির্ভর বিষয় গুলির পরীক্ষা কিভাবে হবে সে বিষয়ে অবশ্য সংসদের তরফের মঙ্গলবার এর নির্দেশিকা স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন