ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত হয়েছিল আগেই। কিন্তু নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কী হবে, তা নিয়ে পড়ুয়াদের মধ্যে প্রশ্ন ছিলই। মধ্যশিক্ষা পর্ষদ সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, নবম শ্রেণিরও সব ছাত্রছাত্রী দশমে উঠে যাচ্ছে।
প্রশ্ন উঠছে পর্ষদের এ দিনের বিজ্ঞপ্তির অন্য একটি বিষয় নিয়েও। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলে ফের পঠনপাঠন শুরু হলে আগের শ্রেণির পুরো পাঠ্যক্রম আগে ঝালাই করে নিতে হবে। শিক্ষক-শিক্ষিকারা তার পরে নতুন শ্রেণির পড়া শুরু করতে পারবেন। শিক্ষক শিবিরের একাংশের প্রশ্ন, স্কুল কবে চালু হবে, এখনও তার কোনও আভাস নেই। কিন্তু তার আগেই জানানো হল, ক্লাস শুরু হলে আগের শ্রেণির সম্পূর্ণ পাঠ্যক্রম ঝালিয়ে নিয়ে তবেই নতুন শ্রেণির পাঠ শুরু করা যাবে। কিন্তু স্কুল খোলার পরে পুরনো শ্রেণির পড়া ঝালিয়ে নতুন শ্রেণির পড়া শুরু করার মতো সময় হাতে থাকবে কি? আর এই ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন