এখনও করোনা মুক্ত হতে পারেনি গোটা ভারত। প্রায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভাল নয়। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে ৭৮৮ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে তার ঠিক পরেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে উত্তর ২৪ পরগনা।
দক্ষিণবঙ্গের এই জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তার ফলে বর্তমানে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৯ হাজার ৬৯৭ জন।
এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে স্কুল কলেজে তালা ঝুলছে। প্রশ্ন একটাই কবে থেকে খুলবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। যদিও এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী কিছু দিন আগে জানিয়ে ছিলেন ,ডিসেম্বর মাস থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না।
এক আধিকারিকের কথায়, করোনার টিকা বাজারে না আসা পর্যন্ত স্কুল কলেজ খোলার কোনও সম্ভাবনাই নেই। ঝুঁকি নেওয়া হবে না কোনও ভাবেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন