করোনা আতঙ্ক এখনও কাটেনি। প্রায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন আবহে আগামী ৪ জানুয়ারি থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আংশিকভাবে স্কুল খুলতে চায় কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)।
Loading...
কাউন্সিল একটি বিবৃতিতে আশ্বস্ত করেছে কোভিড বিধি মেনেই স্কুল খোলা হবে। মুখ্যমন্ত্রীদের ছাড়াও মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও চিঠি লিখেছে কাউন্সিল। তাতে আগামী বছরের এপ্রিল এবং মে মাসের মধ্যে কোথায়, কবে নির্বাচন রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ২০২১ সালের আইসিএসই এবং আইএসি পরীক্ষার সূচি তৈরির জন্য আগাম প্রস্তুতি সেরে ফেলতে চাইছে কাউন্সিল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন