করোনার কারণে গোটা দেশের প্রায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। অপরদিকে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এমন আবহে রাজ্য সরকারি দফতরে কর্মী নিয়োগের লক্ষ্যে দৃষ্টান্ত স্থাপন করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করে ডিসেম্বরের মধ্যেই সফল প্রার্থীদের হাতে দ্রুত নিয়োগপত্র তুলে দিতে উদ্যোগ নিয়েছে কমিশন।
চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
লকডাউন পর্বে দীর্ঘ ছ-মাসের বেশি সময় বন্ধ ছিল সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ। তাতে আটকে ছিল আগে নেওয়া লিখিত পরীক্ষার পরবর্তী একাধিক ইন্টারভিউ। তার মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্য (ফুড) ও দমকল (ফায়ার) দফতরে নিয়োগ। এবার আর দেরি না করে দুই দফতর মিলিয়ে প্রায় আড়াই হাজার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এক ডজন ইন্টারভিউ বোর্ড গঠন করেছে কমিশন। যা এই সংস্থার ইতিহাসে প্রথম।
তবে আইনে এও বলা রয়েছে, চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে মনোনীত অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএসদের নিয়ে বাড়তি বোর্ড গঠন করা যেতে পারে। নবান্নের অনুমোদনক্রমে পিএসসি আরও সাতজন অবসরপ্রাপ্ত আমলাকে নিয়োগ করে অতিরিক্ত সাতটি বোর্ড তৈরি করেছে। গত ১ ডিসেম্বর থেকে এই ১২টি বোর্ড ফুড ও ফায়ারের ইন্টারভিউ শুরু করেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগের যাবতীয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে এগচ্ছে পিএসসি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন