এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীদের সরাসরি সরকারের অধীনে এনে বেশকিছু সুবিধা দিতে অর্থদফতর বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি দফতরে এজেন্সি নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীদের জন্য নির্দেশিকা জারি হয় কয়েকমাস আগে। তথ্য-প্রযুক্তি দফতর মূল নির্দেশিকাটি জারি করার পর বিভিন্ন দফতর এই ধরনের কর্মীদের সুবিধা দেওয়ার জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করছে। কিন্তু অর্থদফতরের অধীন ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে প্রায় ৮০০ জন চুক্তিভিত্তিক তথ্য-প্রযুক্তি কর্মীর এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন করে জটিলতা দেখা দিয়েছে।
উল্লেখ্য, নতুন ব্যবস্থায় এজেন্সি নিযুক্ত কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, সরকারি নির্ধারিত হারে বেতন ছাড়াও ছুটি, অবসরের সময় এককালীন অর্থ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ ডিরেক্টরেটের অধীনে কলকাতা-সহ বিভিন্ন জেলায় মোট ২৫৪টি অফিস রয়েছে। বাম আমল থেকে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই অফিসগুলিতে কাজ চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন