আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সোমবার জানান হয়েছে, জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩ শতাংশ হারে মিলবে মহার্ঘ ভাতা।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী বৈঠক করেন নবান্নে।
এদিন রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সেই বৈঠকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি। এরপরই মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। বলেন, "কোভিড পরিস্থিতি চলছে।
সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো ও ডিএ বৃদ্ধির দাবিতে রাজ্য সরকার বনাম সরকারি কর্মচারীদের একটি সংগঠনের মামলা চলছে। এমন আবহে ভোটের মুখে তাঁদের ক্ষতে প্রলেপ দিলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন