বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে গতকালের হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। আজ এই ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের রিপোর্ট গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করা হয়েছে। উস্তির শিরাকোল ও ফলতার দোস্তিপুরে নাড্ডার কনভয়ে হামলার ঘটনার ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। উস্তি থানার পুলিশ গ্রেফতার করেছে ৪ জনকে। ফলতা থানার পুলিশ গ্রেফতার করেছে ৩ জনকে।
প্রসঙ্গত, গতকাল ডায়মন্ড হারবার যাওয়ার পথেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র কনভয়ে হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শিরাকোল এলাকায়।কনভয়ে থাকা গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। 'পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে, ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না', বৃহস্পতিবার ডাযমন্ডহারবারের শিরাকোলে বিজেপির কনভয়ে হামলা নিয়ে এভাবেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন