সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়ে বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও এবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বনগাঁর গোপালনগরের জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, "গত তিরিশ বছর ধরে আমি নিজে বড়মার চিকিৎসা করিয়েছি। রাজ্যে যে মতুয়ার সম্প্রদায়ের এত মানুষ আছেন, তা আগে কেউ জানতই না। বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর আমার কাছে নতুন জায়গা নয়।" মতুয়াদের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে,এদিন সেই খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "মতুয়াদের জন্য আলাদা বোর্ড গড়ে দিয়েছি। ১০ কোটি টাকাও দেওয়া আছে। আমার কোনও চয়েস নেই। আপনারা নিজেদের পছন্দমতো বোর্ড গড়ে নেবেন, তাহলে কাজ শুরু হয়ে যাবে। গাইঘাটায় হরিচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরির কাজ চলছে। সরকারের পাঠ্যপুস্তকেও হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের সব দাবি মেনে নিয়েছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন