সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগেই পুরোহিতদের ভাতা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে পুরোহিতদের ওই ভাতা বাড়িয়ে ২ হাজার করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্যে দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেবে সরকার।
আজ মুখ্যমন্ত্রী জানান,'ইমাম, মোয়াজ্জেমের সাহায্য করে আমাদের সরকার।
এর পাশাপাশি তিনি আরও বলেন,'নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দিচ্ছে সরকার। অনলাইনে পড়াশুনোর জন্য দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে বিনা পয়সায় ট্যাবলেট দেওয়া হবে। এক পয়সাও রেশনের জন্য নিই না। এমনকি ৫ কিলো চাল দিচ্ছি। বিহার নির্বাচন পর্যন্ত ৫ কিলো চাল দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি জুন পর্যন্ত করে দিয়েছি। আমার সরকার থাকবে। ফ্রি-তে রেশন থাকবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন