ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২১শে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। দশম শ্রেণির সব পরীক্ষার্থীই সরাসরি মাধ্যমিকে বসতে পারবে। কিন্তু স্কুল চাইলে মক টেস্ট নিতে কোনও বাধা নেই। স্কুল খোলার সরকারি ছাড়পত্র মিললে সেখানেই নেওয়া যাবে সেই পরীক্ষা।
শিক্ষক ও পরীক্ষার্থীদের একাংশ জানান, গত ২৫ নভেম্বর সিলেবাস সংক্ষিপ্ত করার বিজ্ঞপ্তি প্রকাশের পরে প্রায় ১৫ দিন কেটে গিয়েছে। এখনও কেউ জানে না, কোন প্রশ্ন কাঠামো অনুযায়ী এ বারের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
এখন মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো আগে থেকে উল্লেখ করা থাকে। কোনও একটি বিষয়ের কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে, সেই কাঠামো আগে থেকে জানিয়ে দেওয়া হয়। শিক্ষকদের মতে, এ বার করোনার কারণে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত হওয়ায় প্রশ্ন কাঠামোও বদল হবে। সেই প্রশ্ন কাঠামো এখনও পর্যন্ত না জানানোয় পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব (শিক্ষা) পার্থ কর্মকার জানিয়েছেন, "প্রশ্ন কাঠামো তৈরির কাজ চলছে। দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন