রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল। কলকাতা হাইকোর্টের মুখ পুড়ল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের । উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য শুক্রবার জানিয়ে দিলেন,"নিয়োগ প্রক্রিয়া আইন মেনে হয়নি।
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ২০১১ ও ২০১৫ সালে টেট হয়েছিল। টিচার এলিজিবিটি টেস্ট বা টেটে যাঁরা নির্বাচিত হয়েছিলেন তাঁদের ভেরিফিকেশনের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়। ওই তালিকাকে চ্যালেঞ্জ করে ২০১৯ সালে কলকাতা হাই কোর্টে মামলা হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, যাঁরা যোগ্য নন তাঁদেরও তালিকায় নাম ছিল।
এই নিয়োগ আটকে যাওয়া ইস্যুতে এক হবু শিক্ষক জানিয়েছেন, " আমরা চরম হতাশাগ্রস্ত আমরা। এই নিয়োগ এবার কবে হবে কে জানে। আমাদের বয়স তো বেড়েই যাচ্ছে। এই নির্দেশে অনেকেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হল। আমরা দুর্নীতির জন্য দায়ীদের শাস্তি প্রার্থনা করছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন