অমিত শাহের সফরসূচির পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা আরও বাড়ল। এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর জন্য বুলেট প্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
সূত্রের খবর, শুভেন্দুকে জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে পারে কেন্দ্র। আইবির রিপোর্টের প্রেক্ষিতে এই ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের। শোনা যাচ্ছে, শুভেন্দুর জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয় দিতে চলেছে কেন্দ্র।
রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। মঙ্গলবার রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিলেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। সূত্রের খবর, তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী জেড বা জেড প্লাস নিরাপত্তাও দেওয়া হতে পারেও বলে খবর। মাওবাদী হুমকি পাওয়ায় কেন্দ্রের বিশেষ নজরে শুভেন্দুর নিরাপত্তা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন