করোনা আবহে সরকারি কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা লিভ ট্র্যাভেল কনসেশন বা এলটিসি-র ভাউচারের সুবিধা পেতে একাধিক বিল জমা করতে পারবেন। এমনটাই খবর জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে অবশ্য ওই বিলগুলিতে সংশ্লিষ্ট কর্মচারীর নামেই হতে হবে।
গত ১২ অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে ঘোষণা করে জানান, দেশের যে কোনও জায়গায় বেড়াতে গেলে বেতনক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীকে বিমান ভাড়া বা ট্রেনের টিকিটের খরচ দেওয়া পাশাপাশি দেওয়া হবে ডিএ-সহ ১০ দিনের ছুটির টাকাও।
তবে সেক্ষেত্রে কিছু শর্ত থাকবে। যেমন, জিএসটি ১২ শতাং বা তার বেশি হতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে দাম মেটাতে হবে। এই প্রকল্প সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টিকে স্পষ্ট করেছে অর্থ মন্ত্রক। জানিয়েছে, প্রকল্পের সুবিধা পেতে হলে কর্মচারীর নামে একাধিক বিলও জমা করা যাবে। তবে সেই কেনাকাটা করতে হবে মার্চ মাসের মধ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন