শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয়েছে মামলা। প্রাথমিকের ডকুমেন্টস ভেরিফিকেশন বাতিলের দাবি জানিয়ে আদালতে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টে। ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গত ২৩ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের দায়ের করা ওই বিজ্ঞপ্তিকে খারিজের জন্য মামলা করেছিলেন এক চাকরি প্রার্থী।
মফিকুলের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ২০১৮-র অক্টোবরে এই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলেও তিনি কেন এতদিন আদালতে আবেদন করেননি? এই প্রশ্নের জবাব দিতে পারেননি মফিকুলের আইনজীবী।
উল্লেখ্য, প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আগেই শেষ করেছে পর্ষদ। ৩০ হাজারের কিছু বেশি চাকরি প্রার্থী আবেদন করেছেন বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন