সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে অস্থায়ী কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পুরসভাগুলিতে কর্মরত দশ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মীকেও এবার আশাকর্মীদের মত বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন।
বেশ কয়েক বছর ধরে কলকাতা-সহ সাতটি কর্পোরেশন ও ১১৯টি পুরসভায় কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা চরম অবহেলিত বলে অভিযোগ উঠেছে বার বার। শেষ ৯ বছরে এক টাকাও বেতন বাড়েনি। মাসিক বেতন মাত্র ৩১২৫ টাকা। পিএফ বা গ্র্যাচুইটি কিছুর বালাই নেই।
Loading...
এই ইস্যুতে পুরভবনে পুরমন্ত্রী ফিরহাদ জানিয়েছেন, "আশাকর্মীদের মতই পুর-স্বাস্থ্যকর্মীদেরও সুযোগ সুবিধার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি কার্যকর করার জন্য অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন