গেরুয়া ঝড় কিছুটা ধাক্কা খেল। রাজস্থানে ফের বড় সাফল্যের মুখ দেখল কংগ্রেস শিবির। পঞ্চায়েত ভোটে খারাপ ফল করার পরে কিছুটা চাপে ছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু পুরসভার নির্বাচনে মরুরাজ্যে বিজেপিকে টেক্কা কংগ্রেসের। রাজস্থানের ১২টি জেলায় মোট ৫০টি পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ১,৭৭৫টি।
রাজস্থানের পুরসভার ভোটে ভালো ফল করেছে কংগ্রেস। এই সাফল্যের ফলে বাড়তি উজ্জীবিত হাত-শিবির।
Loading...
গ্রামীণ রাজস্থান কিছুটা মুখ ফিরিয়েছে কংগ্রেসের থেকে। রাজ্যের ৪ হাজার ৩৭১টি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১,৮৩৩টি আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। অপরদিকে, ১,৭১৩টি আসনে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। নির্দল প্রার্থীরা জয় পেয়েছেন ৪১৩টি আসনে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন