করোনার কারণে প্রায় আট মাসের কাছাকাছি সময় বন্ধ আছে রাজ্য সহ গোটা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আর সেই কারণে এখনও পর্যন্ত ২০২১ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কোণও দিন ঘোষণা হয়নি বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)।
বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ নিয়ে কয়েক দিন ধরেই সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভ্রান্তিকর খবর ঘোরাফেরা করছে। বিষয়টি নজরে পড়তে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট( https://cbse.nic.in/) ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, কিছু সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় বোর্ড পরীক্ষা সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। বোর্ড জানিয়েছে, ওই ধরনের 'প্রচারিত তথ্য সঠিক নয়'। যেগুলি শুধুমাত্র 'স্কুল, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন