সামনেই বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গের সমস্ত রাজনৈতিক দল। চলছে দল বদলের খেলা। আর এর সঙ্গে সমানে চলছে প্রতিশ্রুতির বন্যা।
একুশের আগে বেকারদের জন্য বড়সড় পদক্ষেপ বিজেপি নেতৃত্বের। এবার চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি।
তৃণমূলের শাসনকালে বাংলায় বেকারত্ব বৃদ্ধি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা। এর পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ।
বাংলার বেকারত্ব সমস্যা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন মুকুল রায়। তিনি বলেন, "এখন রাজ্যে শিল্প সম্মেলন হয়। কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরেও কিছু হয়নি। টাটাকে তাড়ানো ছিল সব থেকে বড় ভুল।" যদিও টাটাদের তাড়ানোর সময় মুকুল রায় ছিলেন তৃণমূলে। তিনি টাটাকে তাড়াতে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন