আগেই মাদ্রাসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সরকারি টাকায় চলায় মাদ্রাসাগুলি বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়ে ছিলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যের মাদ্রাসা এডুকেশন বোর্ড তুলে দেওয়া হবে বলেও উল্লেখ করেছিলেন। আর এই ঘোষণার পরে বিতর্ক কম হয় নি।
মাদ্রাসাগুলির পাশাপাশি সরকারি অর্থে পরিচালিত সংস্কৃত টোলগুলোকে বন্ধ করার প্রস্তাবে অনুমোদন দিল অসম সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নেতৃত্বে হওয়া মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়াখয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলা অসম বিধানসভার শীতকালীন অধিবেশন।
ওই অধিবেশনে এই সংক্রান্ত বিলটি উত্থাপন করা হবে বলে জানা গিয়েছে।
Loading...
এই প্রসঙ্গে অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, রবিবার রাজ্যের সমস্ত সরকার পরিচালিত মাদ্রাসা ও সংস্কৃত টোলগুলি বন্ধ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল -এর নেতৃত্বে হওয়া মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিলটি উত্থাপন করা হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন