ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বৃহস্পতিবার নাড্ডার কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তৃণমূলকে নিশানা করে বাংলায় গুন্ডারাজের অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এনিয়ে আরামবাগের সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'আজ বিজেপির জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়!'
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার যাওয়ার পথেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র কনভয়ে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শিরাকোল এলাকায়।
'পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে, ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না', বৃহস্পতিবার ডাযমন্ডহারবারের শিরাকোলে বিজেপির কনভয়ে হামলা নিয়ে এভাবেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। এদিন কর্মসূচি অনুযায়ী ডায়মন্ডহারবারে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার সঙ্গেই অন্য গাড়িতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ, কৈলাীশ বিজয়বর্গীয়, অনুপম হাজরারা। শিরাকোলে কনভয় পৌঁছোতেই রাস্তার দুধার থেকে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। জেপি নাড্ডার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। এর পরে পরপর গাড়ির কাচে ধেয়ে আসে ইট-পাথর।
এদিনের সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুলপিতে পথ অবরোধ করেছিল তৃণমূল যুব কংগ্রেস। হটুগঞ্জেও চলছিল তৃণমূলের অবরোধ বিক্ষোভ। এর জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচলও থমকে গিয়েছিল। শিরাকোলেও বিভিন্ন সবজির মালা ঝুলিয়ে মিছিল করছেন তৃণমূল নেতা-কর্মীরা। একইসঙ্গে সরিষাতেও রাস্তার ধারেই বাঁধা হয়েছিল মঞ্চ। উপস্থিত ছিলেন সোনালি গুহ-সহ তৃণমূল নেতৃত্ব। এখান থেকেই কনভয়ে ইট মারা হয় বলে অভিযোগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন