করোনার কারণে গোটা দেশে চলেছে লকডাউন। আর এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসবে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। বেতনও কমান হয়েছে অনেকের। এমন সময় আসতে চলেছে আরও একটা বড় রকমের ধাক্কা।
এবার মালগাড়িতে উঠে যাচ্ছে গার্ড ভ্যান। যার ফলে পণ্যবাহী ট্রেনের প্রায় ১৬ হাজার গার্ডের ভবিষ্যৎ নিয়েই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে।
তবে রেল বোর্ড সূত্রের খবর, আপাতত দেশের কোনও যাত্রীবাহী ট্রেনে এমন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে না। প্রাথমিকভাবে শুধুমাত্র পণ্যবাহী ট্রেনেই এহেন বন্দোবস্ত চালুর পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক।
এই প্রসঙ্গে রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া ব্যবস্থা কার্যকর হলেও রেলকর্মীদের কাজ হারানোর কোনও সম্ভাবনা নেই। রেলমন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক (জনসংযোগ) ডি জে নারায়ণ বলেছেন, 'পণ্যবাহী ট্রেনগুলির একজন গার্ডেরও চাকরি যাবে না। পরিস্থিতি অনুযায়ী রেল সংশ্লিষ্ট গার্ডদের অন্য যাত্রীবাহী ট্রেনে শিফট করাবে। তাছাড়া পুরো প্রক্রিয়াটিই অত্যন্ত দীর্ঘ। বিভিন্ন পর্যায়ে তা করা হবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন