করোনার কারণে প্রায় সাত মাসের বেশি সময় বন্ধ ছিল দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরেই নভেম্বরে স্কুল খুলেছে বেশ কয়েকটি রাজ্য। কোথাও কোথাও আবার আংশিক ভাবে স্কুল খোলার পর পড়ুয়া এবং শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সাময়িক ভাবে স্কুল বন্ধ রেখেছে। তবে পশ্চিমবঙ্গের মতো বেশ কয়েকটি রাজ্য এখনও স্কুল খোলা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর কোভিডবিধি মেনে স্বেচ্ছা উপস্থিতির ভিত্তিতে নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির হাতে।
এখন কোন রাজ্যে স্কুল খোলা:-
গোয়া:- গত শনিবার থেকেই দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলল গোয়ায়। স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের লিখিত সম্মতির পরেই তাদের স্কুলে আসার অনুমতি দিয়েছে স্কুলগুলি।
অন্ধ্রপ্রদেশ:-নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের জন্য গত ২ নভেম্বর থেকে স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশে।
উত্তরপ্রদেশ:- নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলেছে উত্তরপ্রদেশে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির জন্যও স্কুল খুলবে দ্রুত।
উত্তরাখণ্ড:- দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ইতিমধ্যে স্কুল খুলেছে উত্তরাখণ্ডে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন