প্রায় সাত বছরের বেশি সময় ধরে আটকে আছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বেশ কিছু অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। তার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।
এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দ্রুত করা হবে। মোট ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দিয়েছেন ২০ হাজার চাকরি প্রার্থী। এর মধ্যে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকি দেরও ধীরে ধীরে করা হবে। ডিসেম্বর-জানুয়ারিতেই সব কাজ শেষ করা হবে। করোনা একটু কমলেই নিয়োগ প্রক্রিয়া দ্রব শুরু করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ শেষ করে দেওয়া হবে। ডিসেম্বর মাস থেকেই উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ শুরু হব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন