উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আদালতের বিচারাধীন। কবে এই নিয়োগ জট কাটবে তা বলা এখনি সম্ভব নয়। আর এই নিয়োগ জট কাটার আগেই সাত সদস্যের টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার। দ্রুত নিয়োগের কাজ শেষ করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
বড় রকমের পরিবর্তন হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষায়। এবার থেকে নয়া নিয়মেই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে।
এবার থেকে বাধ্যতামূলক ভাষার পরীক্ষা। এরপর ৫০ নম্বর থাকবে ইংরেজি এবং ৫০ নম্বরের পরীক্ষা হবে যে মাধ্যমের স্কুলে পরীক্ষার্থী পড়াবেন সেই ভাষার ওপর লিখিত পরীক্ষা হবে। যেমন বাংলা মাধ্যমের জন্য বাংলা তেমনি হিন্দি মাধ্যমের জন্য হিন্দি ভাষার উপর পরীক্ষা হবে।
কমিশন সূত্রে খবর, উচ্চ প্রাথমিকের নিয়োগ জটিলতা কাটলেই নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে ভাববে স্কুল সার্ভিস কমিশন। আর এই নিয়োগ জটিলতা কাটাতে এবং আইনি জট কাটার পরে নিয়োগের কাজ দ্রুত শেষ করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে টাস্কফোর্স।
অপরদিকে, রাজ্য সরকার খরচ কমাতে গিয়ে এবার নতুন নিয়োগ সংক্রান্ত তৃতীয় বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আর এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আরও গাড় অন্ধকারের ঢেকে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। এপ্রিল মাসে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, করোনার কারণে বঙ্গ অর্থনীতিতে বড় রকমের ধাক্কা এসেছে। আর তখন বর্তমান পরিস্থিতির কথা ভেবে বেশকিছু সিদ্ধান্তের কথাও বলা হয়। সেখানে বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে নতুন করে কোনও নিয়োগ করা হবে না। অর্থ দফতরের অনুমতি ছাড়া কোনও ভাবেই নিয়োগ সম্ভব নয়। গত ৩০ জুন পর্যন্ত এই নির্দেশের মেয়াদ কার্যকর ছিল। পরে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের উপর বিধিনিষেধের জারি করে সরকার। এবার তৃতীয় দফায় ২২ সেপ্টেম্বর নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, নতুন নিয়োগ করা এখন সম্ভব নয়। নিয়োগের উপর বিধিনিষেধ এক ধাক্কায় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। নয়া বিজ্ঞপ্তির জেরে অর্থ দফতরের নির্দেশ ছাড়া কোনও নিয়োগ হবে না।
এর থেকে পরিষ্কার মার্চ মাস পর্যন্ত নিয়োগ আটকে থাকবে। আর তার পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর হিসাব যদি ঠিকঠাক থাকে তাহলে বিধানসভা নির্বাচনের আগে উচ্চ প্রাথমিকে নিয়োগ থেকে শুরু করে কোনও নিয়োগ সম্ভব নয় রাজ্যে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। আর সেই দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন