আগামী কাল থেকেই বঙ্গে ছুটবে লোকাল ট্রেন। একে করোনা পরিস্থিতি, তার ওপর লোকালে প্রবল ভিড়ের সম্ভাবনা। নয় মাস পর লোকাল চালুর প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন হয়, তা নিয়ে সতর্ক রাজ্যে এবং রেল দু-পক্ষই। তবে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব কে নেবে তা নিয়ে একে অন্যের কোটে বল ঠেলছে।
স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে ভিডিও কনফারেন্স হয়েছে। এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে কিভাবে ভিড় নিয়ন্ত্রিত হবে, কোভিড প্রোটোকলই বা কিভাবে মানা হবে। বৈঠকেই ঠিক হয়েছে রাজ্য প্রশাসন রেলকে সবরকম সাহায্য করবে। রাজ্য পুলিশ প্রয়োজনে স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রনে মাঠে নামবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন