সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচন অন্য নির্বাচনের থেকে একটু আলাদা। কারণ রাজ্যে বিজেপির বৃদ্ধির ইঙ্গিত শেষ কয়েকটি নির্বাচনে বেশ স্পষ্ট বোঝা গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনে হারতে হয়েছে তৃণমূলের বেশকিছু হেভি-ওয়েট নেতাকে।
অভিনব প্রচারের মধ্যে দিয়ে মাঠে নামছে রাজ্যের শাসক দল। বিধানসভা ভোটের প্রচারে ১২ হাজার শিক্ষকদের দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। প্রতি দলে পাঁচজন করে প্রাথমিক শিক্ষক আছেন। ৬০ হাজার তৃণমূল শিক্ষকদের নয়া অভিযানের নাম, 'চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি'। সোমবার তৃণমূল ভবনে দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অভিযানের সূচনা করবেন। গোটা অভিযানের নেতৃত্বে থাকবে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র এই প্রসঙ্গে জানিয়েছেন, "২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত মানবিক প্রকল্প ঘোষণা করেছেন তা নিয়ে আমরা বাড়ি বাড়ি আলোচনা করব। প্রকল্পগুলির সুফল পেতে কাউকে যে এক পয়সাও দিতে হবে না তাও আমরা জানাব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন