প্রায় সাত বছরের বেশি সময় ধরে আটকে আছে শিক্ষক নিয়োগ। বেশ কিছু অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। তার পরিপ্রেক্ষিতেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ফলে আইনি জটে আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
Loading...
অপরদিকে এদিন নবান্নে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের সাংবাদিক বৈঠক মমতা বলেন, যাঁরা টেট পাশ করেছেন তাঁদের সবাইকে চাকরি দেওয়া হবে। এছাড়া কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে দু-মাসের মধ্যে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন