প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুলের নিত্যদিনের কাজকর্ম। স্কুলে নেই কচিকাঁচাদের ভিড়, টিফিন টাইমে ভাগ করে টিফিন খাওয়ার মজা নেই, হচ্ছে না স্কুলের কড়া নজরদারির সেই চেনা পরীক্ষাগুলো।
কবে থেকে স্কুল-কলেজ খুলবে? সে বিষয়ে এদিন শিক্ষামন্ত্রী এদিন জানান, "আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনার পর আমরা সব বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাব। তারপর সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।" স্কুল চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "স্কুল খোলার আগে করো না পরিস্থিতি মেনে যা করা, তা আমরা করব। আগে শিক্ষাপ্রতিষ্ঠান জীবাণুমুক্ত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তারপর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।"
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, "করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বহুদিন ধরে বন্ধ আছে। ফলে, জীবাণুমুক্ত করার প্রস্তুতি শুরু হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন