আজ গোটা দিন শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চা চলেছে রাজনৈতিক মহলে। তবে এটা পরিষ্কার, ২১ এর বিধানসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।
আমি শুভেন্দুর ফ্যান, ও যা করেছে একেবারে ঠিক করেছে। তিন-চারটি জেলার ভালো সংগঠক। শীলভদ্র দত্তের মুখে শুভেন্দু-স্তুতি।
Loading...
কিছু দিন আগে পিকে-কে নিশানা করে শীলভদ্র বলেছিলেন,''একটা বাজারি কোম্পানি এখানে টাকা নিয়ে ভোট করাতে এসেছে। তারা বলছে ভোট করাবে। আমাকে রাজনীতির জ্ঞান দিচ্ছে। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না।" তবে কি বিজেপির হাত ধরবেন? সরাসরি অস্বীকার করেননি শীলভদ্র। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভবিষ্যৎই বলবে কোন দিকে থাকব। দুই-এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষী ছেড়ে দেবেন বলেও জানান শীলভদ্র।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন